EcoAgtube – videos for agroecology and the environment

  • Contact us
  • support@ecoagtube.org

Sawbo Bengali: Quality Shea Nuts - Best Practices for Production (accent from India)

  • 6 years ago
  • 6824 Views

You can download this video here: https://sawbo-animations.org/video.php?video=//www.youtube.com/embed/-g… যে অঞ্চলে শিয়া উৎপন্ন হয় সেই অঞ্চলের মহিলাদের জন্য শিয়া একটি প্রধান উৎপাদন, যা পশ্চিম আফ্রিকার সেনেগাল থেকে পূর্ব আফ্রিকার ইথিওপিয়া অবধি উৎপাদিত হয়| কিন্তু যদি কাঁচা শিয়া বাদাম কে ঠিক ভাবে প্রক্রিয়াকরন না করা হয় , তাহলে মজুত শিয়া বাদাম ও তার থেকে তৈরী বস্তু নিম্ন মানের হবে|এই চলমান ছবি তে কাঁচা শিয়া বাদাম এর প্র্ক্রিয়া করনের বিভিন্ন ধাপগুলি দেখানো হয়েছে , যার দ্বারা আমরা উচ্চমানের মজুত যোগ্য শিয়া বাদাম উৎপাদন করতে পারি| এই পদ্ধতির বাড়তি সুবিধা এই যে , সিয়া বাদাম প্রক্রিয়াকরনের প্রচলিত পদ্ধতি হইতে এই পদ্ধতিতে কম পরিমানে জ্বালানি কাঠের প্রয়োজন হয়|

or Signup to post comments

Top